COMPARE AND GO FOR THE BEST PRICE...

অবশেষে বাংলাদেশে ব্যবসা করার নিবন্ধন নিল অ্যামাজন ও গুগল

গেল সপ্তাহে বাংলাদেশে ব্যবসা চালুর জন্য আনুষ্ঠানিকভাবে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) সংগ্রহ করেছে বিশ্বের অন্যতম বড় দুই প্রতিষ্ঠান অ্যামাজন ও গুগল। প্রথমবারের মতো, নন-রেসিডেন্সিয়াল কম্পানী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর পক্ষ থেকে তাদের বিআইএন প্রদান করা হয়।

এখন থেকে বাংলাদেশ হতে প্রাপ্ত সকল আয়ের জন্য ১৫% করে ভ্যাট দেবে কম্পানি দুটি। এবং তারা প্রতি বছর শেষান্তে টার্নওভারের রিটার্ন ও পরিশোধ করবে। যাতে করে সরকারর প্রতিবছর বাড়তি রাজস্ব আয় করতে সক্ষম হবে।

এর ফলে ভবিষ্যতে অ্যামাজন ও গুগলের বাংলাদেশে কার্যালয় স্থাপনের পথ যেমন আরও সুগম হল, পাশাপাশি- ইউটিউব, ফেসবুক এদের মত অন্যান্য টেক প্রতিষ্ঠানও দেশে কর দিয়ে ব্যাবসা করায় আগ্রহী হবে। বিষয়টিকে ইতিবাচক হিবেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment